ভোটার আইডি কার্ড চেক ২০২৪ | NID Card Check

আপনি কি নতুন ভোটার আবেদন করেছেন এবং এখনো NID Card সম্পূর্ণ হওয়ার মেসেজ পাননি? তাহলে নাম্বার দিয়ে নতুন ভোটার আইডি কার্ড চেক (NID card online check) করে আপনার আইডি কার্ড হয়েছে কিনা জানতে পারবেন।

শুধুমাত্র নিজের নতুন ভোটার আইডি কার্ডই নয়, বরং সংশোধনের আবেদন করা, পুরাতন আইডি কার্ড এবং অন্য কারো NID Card Check করবেন যেভাবে, তার বিস্তারিত প্রক্রিয়া এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে। এবং প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক গুলোও রয়েছে লেখার মাঝে।

কিভাবে ফেস ভেরিফাই করা ছাড়াই জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারবেন। সেই পদ্ধতিও এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। অনলাইন থেকে যে কয়টি পদ্ধতিতে আইডি কার্ড চেক করা যায়, সেগুলো হলোঃ

  1. NIDW ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানা ও ডাউনলোড করা।
  2. ভূমি মন্ত্রনালয়ের সার্ভার থেকে ফেস ভেরিফাই ছাড়া যাচাই।
  3. Online GD Mobile App ব্যবহার করে।
  4. porichoy.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে।

নিচে এসকল পদ্ধতিতে আপনার আইডি কার্ড কিভাবে যাচাই করতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। তাই চলুন নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক (NID card check) করার পদ্ধতি ধাপে ধাপে জেনে নেওয়া যাক।

নতুন ভোটার আইডি কার্ড চেক ২০২৪

ভোটার আইডি কার্ড চেক করতে nidw.gov.bd লিংকে গিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করুন। এবার আপনার NID Number ও জন্ম তারিখ লিখে ক্যাপচা পূরন করে সাবমিট করুন। তারপর ঠিকানার তথ্য দিয়ে মোবাইল নাম্বার ও ফেস ভেরিফাই করে একাউন্ট রেজিস্টার করুন। ব্যাস, একাউন্ট ড্যাশবোর্ডে NID Card Online Check করতে পারবেন।

আপনারা চাইলে এন আইডি কার্ড চেক করার জন্য নিচের ফরমটি ব্যবহার করতে পারেন। এখানে তথ্য ইনপুট দিলে আপনাকে সরকারি ওয়েবসাইটের যাচাই পেজে নিয়ে যাবে। তারপর সেখান থেকে NID Card Check করে নিতে পারবেন।


অনলাইনে এন আইডি কার্ডের তথ্য যাচাই করতে আপনার শুধুমাত্র এনআইডি নিবন্ধনের ফরম নাম্বার ও জন্ম তারিখের তথ্য প্রয়োজন হবে। নতুন ভোটার নিবন্ধন করে থাকলে, এগুলো সাবমিট করার পর যদি নতুন পেজে নিয়ে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার আইডি কার্ডটি তৈরি করা হয়েছে।

অনেক সময় নতুন নিবন্ধনকারীদের ফরম নাম্বার দিলে তথ্য নাও আসতে পারে। সেক্ষেত্রে ফরম নাম্বার লেখার আগে NIDFN লিখে স্পেস ছাড়া ফরম নাম্বারটি লিখতে হবে। (যেমন: NIDFN1234123412)। এগুলো লেখার পরও যদি পরবর্তী পেজে না যেতে পারেন, তাহলে বুঝতে হবে নতুন আইডি কার্ডের তথ্য এখনো অনলাইনে সাবমিট করা হয়নি।

মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড চেক (SMS করে)

যেকোন মোবাইল দিয়ে আইডি কার্ডের তথ্য চেক করতে চাইলে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NID < > NID/Form number < > Birth Date (DD-MM-YYYY)। তারপর 105 নাম্বারে মেসেজ সেন্ড করলেই রিপ্লাই মেসেজে এন আইডি কার্ডের তথ্য দেখতে পাবেন। এভাবে শুধু আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা এবং আইডি কার্ডের মৌলিক কিছু তথ্য জানতে পারবেন। যাইহোক, এক্ষেত্রে আপনার মেসেজের ফরম্যাট হবে নিম্নরূপঃ

NID 5468492571 12-09-2024। তারপর 105 নাম্বারে সেন্ড করবেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক

বাংলাদেশ নির্বাচন কমিশনে আইডি কার্ড চেক বলতে মূলত NIDW ওয়েবসাইট থেকে NID card check করার প্রক্রিয়াকে বুঝানো হয়। এটি একটি সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে ছবিসহ আইডি কার্ডের তথ্য জানা যায়। তাছাড়া এখান থেকে শুধু আইডি কার্ড চেক করাই নয়, বরং আইডি কার্ডের অনলাইন কপি উত্তোলনও করা যায়।

পুরাতন ভোটার আইডি কার্ড চেক

পুরাতন ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করার জন্য nidw.gov.bd-register লংকে যেতে হবে। তারপর ১০/১৩/১৭ সংখ্যার NID নাম্বার লিখে জন্ম তারিখ লিখতে হবে। তারপর ক্যাপচা লিখে সার্চ করে ঠিকানা>মোবাইল নাম্বার>ফেস ভেরিফাই করে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডের বিস্তারিত প্রোফাইল অপশন থেকে পুরাতন আইডি কার্ডের তথ্য দেখতে পারবেন।

নির্বাচন কমিশনের সাইটে যদি আগে থেকেই আপনার একাউন্ট রেজিস্টার করা থাকে, তাহলে সেই একাউন্টে পাসওয়ার্ড ও ইউজারনেম লগইন করলেই তথ্যগুলো দেখতে পারবেন। আর যদি পাসওয়ার্ড জানা না থাকে তাহলে নতুন একাউন্ট খুলে নিতে হবে।

ভোটার আইডি কার্ড যাচাই | NID Card Check বাংলাদেশ

ভোটার আইডি কার্ড যাচাই করার বিকল্প একটি মাধ্যম হলো Online GD অ্যাপের মাধ্যমে যাচাই করা। এই মোবাইল অ্যাপটি ব্যবহার করে অন্য কোন ব্যক্তির পরিচয় সংক্রান্ত তথ্যাদি যাচাই করতে পারবেন। তার জন্য আপনার প্রয়োজন হবে- শুধুমাত্র সেই ব্যক্তির NID Number ও জন্ম তারিখ। এই অ্যাপটি Google Play Store থেকে ইনস্টল করে নিতে পারবেন সহজেই। 

ভোটার আইডি কার্ড যাচাই - ভোটার আইডি কার্ড চেক - online gd app

Online GD অ্যাপ দিয়ে ভোটার আইডি কার্ড চেক করতে, প্রথমে অ্যাপটি ইনস্টল করে নিন। তারপর অ্যাপের ইন্টারফেস থেকে ‘নিবন্ধন’ লেখাতে ক্লিক করুন। এবার আপনার ভোটার আইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করলেই, নির্দিষ্ট কোন এনআইডি-র সত্যতা যাচাই করতে পারবেন।

জমি কেনা-বেচায় জাতীয় পরিচয় পত্র যাচাই

জমি কেনা-বেচা করার সময় ক্রেতা ও বিক্রেতার বিভিন্ন তথ্য যাচাই বাছাই করা হয়। এক্ষেত্রে জমির রেজিস্ট্রি অফিস থেকে আইডি কার্ডের সার্ভার কপি চাওয়া হয়। তবে অনেকেই আইডি কার্ডের সার্ভার কপি এডিট করেও তৈরি করতে পারে। তাই রেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট থেকে বা অন্য কোন উপায়েও আইডি কার্ডের তথ্য যাচাই করে থাকে।

ভূমি মন্ত্রনালয়ের ldtax.gov.bd ওয়েবসাইট থেকে আপনি আপনার এবং অন্যদের আইডি কার্ড যাচাই করে তথ্য সঠিক কিনা যাচাই করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে সেগুলো হলোঃ

  • প্রথমেই, ভূমি মন্ত্রনালয়ের ldtax.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর ওয়েবসাইটের নাগরিক কর্নার অপশনটিতে ক্লিক করে দিবেন।
  • নতুন পেজে আপনার মোবাইল নাম্বার ও ক্যাপচা কোড চাইবে। সেখানে যা যা তথ্য চায়, সেগুলো পূরন করে সাবমিট লেখাতে ক্লিক করবেন।
  • তারপর আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করে, নিজের একাউন্টে লগইন করবেন।
  • এবার নামজারি অপশনটিতে যাবেন। সেখানে গিয়ে আবেদন অপশনে ক্লিক করবেন। চিন্তা করবেন না, এটি প্রকৃত কোন আবেদন নয়। বরং শুধুমাত্র একট নমুনা আবেদন। এবার আবেদনের তথ্য পূরন করবেন।
  • সেখানে আপনার NID নাম্বার ও অন্যান্য তথ্য পূরন করে দিবেন। সকল তথ্য পূরন হয়ে গেলে সাবমিট করে দিবেন।
  • তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি সাবমিট করে ভেরিফাই করবেন।
ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড যাচাই

ব্যাস, এবার আপনার সামনে সেই NID Number অনুযায়ী আইডি কার্ডের কিছু গুরুত্বপূর্ন তথ্য চলে আসবে। এখান থেকে আপনার আইডি কার্ডের তথ্য গুলো যাচাই করে নিতে পারবেন। অথবা, আপনি চাইলে অন্য কারো আইডি কার্ডের তথ্যও এখান থেকে জানতে পারবেন।

যেহেতু NIDW সার্ভার থেকে ফেস ভেরিফাই করা ছাড়া কারো আইডি কার্ডের তথ্য যাচাই করা যায়না। তাই আপনি চাইলে উক্ত সার্ভার থেকে ফেস ভেরিফাই করা ছাড়াই অন্যের আইডি কার্ডও যাচাই-বাছাই করে নিতে পারবেন। এভাবে NID card check করার মাধ্যমে, কার্ডধারীর নাম, পিতা-মাতার নাম ও ঠিকানার তথ্য নিশ্চিত করতে পারবেন।

ব্যবসায়িক ও আইনি নিরাপত্তায় ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই

বাংলাদেশের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা কোম্পানিগুলোকে তাদের ব্যবসায়িক নিরাপত্তার জন্য বিভিন্ন কাস্টমার, সেবাগ্রহীতা, বা পার্টনারদের পরিচয় যাচাই করতে হয়। মূলত এক্ষেত্রে প্রতিটি ব্যক্তির দেওয়া তথ্য অনুসারে, তাদের আইডি কার্ডটি ভ্যালিড কিনা তা নিশ্চিত করা হয়।

তাছাড়া পুলিশ, গোয়েন্দা এমন পরিস্থিতিতে নাগরিক সেবা নিশ্চিত করতে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে৷ এটি হলো porichoy.gov.bd। এটি সকল প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য উন্মুক্ত হলেও, ব্যবহারের পূর্বে এর সাবস্ক্রিপশন কিনে নিতে হয়। অর্থাৎ, প্রথমে porichoy.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফি দিয়ে ব্যবহারের এক্সেস নিতে হবে।

ভোটার আইডি কার্ড চেক - nid card online check

তারপর প্রতিষ্ঠান গুলোতে এর ব্যবহারের মাধ্যমে কোন ব্যক্তির আইডি কার্ডের নাম্বার দিয়ে, সেই আইডি কার্ডের সত্যতা যাচাই (nid card check) করা যাবে।

জাতীয় পরিচয় পত্র চেক করার অন্যান্য পদ্ধতি

উপরোক্ত পদ্ধতি গুলো ছাড়াও আপনি নিজের বা অন্য কারো জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবে। এর জন্য আপনাকে স্থানীয় উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে। সেখানে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন যে, আপনি একটি আইডি কার্ডের তথ্য যাচাই করতে চাচ্ছেন। তাহলে তারা আপনাকে সেই NID Card এর তথ্য যাচাই করে দিবে।

শেষকথা

উপরোক্তভাবে ভোটার আইডি কার্ড চেক করে নতুন জাতীয় পরিচয়পত্র যাচাই ও অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও নিরাপত্তার প্রয়োজনে অন্যদের আইডি কার্ড উপরোক্তভাবে চেক করে নিন। আশাকরি, NID check করার সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

FAQ’s

(১) এনআইডি কার্ড চেক করতে কত টাকা লাগে?

বাংলাদেশের NID Card Check করতে কোন টাকা লাগে না। আপনি নিজেই মোবাইল দিয়ে NIDW ওয়েবসাইট থেকে এটি চেক করতে পারবেন।

(২) ভোটার আইডি কার্ড চেক করার ওয়েবসাইট কোনটি?

আইডি কার্ড চেক করার ওয়েবসাইট হলো nidw.gov.bd। সরাসরি যাচাই পেজের লিংক- https://services.nidw.gov.bd/nid-pub/।

(৩) প্রশাসনিক কর্মকাণ্ডে কিভাবে ভোটার আইডি কার্ডের তথ্য চেক করে?

বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং প্রশাসনিক অফিসগুলো থেকে এনআইডি কার্ডের তথ্য যাচাইয়ের জন্য NID Verification সফটওয়্যার ব্যবহার করে। এটি নির্বাচন কমিশন থেকে প্রদান করা হয়।

(৪) নাম ঠিকানা সহ ভোটার আইডি কার্ড চেক করার উপায় কি?

নাম ও ঠিকানার তথ্যসহ NID card online check করার মূল ওইয়েবসাইট হলো nidw.gov.bd। এই ওয়েবসাইটে আপনার এন আইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে voter id card check করে বিস্তারিত তথ্য ও ছবি দেখতে পাবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *