ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪ | NID Card Download

এই আর্টিকেলে পুরাতন বা নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার সম্পূর্ণ প্রক্রিয়া জানতে পারবেন। তাই NID card download করতে বা অনলাইন কপি পেতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে নিন।

যারা নতুন ভোটার হয়েছে তাদেরকে স্মার্ট কার্ড দেওয়ার কথা থাকলেও, সারা বাংলাদেশ ব্যাপী এখন স্মার্ট কার্ড বিতরন বন্ধ রয়েছে। এসময় স্বাভাবিকভাবেই নানা প্রয়োজনে আমাদের আইডি কার্ড দরকার হয়। তাই আপনি চাইলে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে এই সময়টাতে ব্যবহার করতে পারবেন। আবার পুরাতন আইডি কার্ডের ক্ষেত্রেও অনলাইন থেকে রি-ইস্যু করা কপি ডাউনলোড করতে হয়।

ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনার প্রয়োজন হবেঃ

  • ফরম নাম্বার বা এন আইডি নাম্বার
  • জন্ম তারিখ
  • ঠিকানার তথ্য
  • একটি মোবাইল ও নাম্বার
  • এবং আইডি কার্ডের মালিক নিজে।

আপনার কাছে যদি এগুলো থাকে, তাহলে কিভাবে NID card download করতে পারবেন, সে সম্পর্কে নিচের নির্দেশনা গুলো পড়ে নিন।

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড | New NID Card Download

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে, nidw.gov.bd এই লিংকে যান। তারপর রেজিস্টার অপশনে আপনার ভোটার নিবন্ধন ফরম নাম্বার ও জন্ম তারিখ লিখে, ক্যাপচা পূরন করে সাবমিট করুন। নতুন পেজে ঠিকানা, মোবাইল নাম্বার ও ফেস ভেরিফাই করে একাউন্ট ড্যাশবোর্ডে যান। তারপর ডাউনলোড লেখাতে ক্লিক করলেই NID card download হয়ে যাবে।

এভাবে আইডি কার্ড উত্তোলন করলে, আইডি কার্ডের পিডিএফ কপি আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। তারপর সেটি একটি IT Service এর দোকান থেকে প্রিন্ট ও লেমিনেশন করে নিলেই হবে। তাহলে নিজের জাতীয় পরিচয় পত্র হিসেবে সর্বত্র ব্যবহার করতে পারবেন।

আরেকটি বিষয়। এই প্রক্রিয়ায় শুধু মাত্র নতুন নিবন্ধিত ভোটার আইডি কার্ডই ডাউনলোড করা যাবে। এভাবে পুরাতন আইডি কার্ড বের করা যাবেনা। ২০১৮ সালের আগে যারা নিবন্ধন করেছিলেন, তাদের আইডি কার্ড বের করতে হলে প্রথমে রি-ইস্যু করে নিতে হবে। রি-ইস্যু সম্পন্ন হলেই আইডি কার্ডের অনলাইন কপি বের করে নিতে পারবেন।

NID Card Download Online 2024

অনলাইন থেকে NID Card Download করার জন্যঃ

  • প্রথমে ভিজিট করবেন nidw.gov.bd লিংকে
  • তারপর রেজিস্টার অপশনে যান
  • খালিঘরে NID number ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন
  • নতুন পেজে ঠিকানা সিলেক্ট করুন
  • মোবাইল নাম্বার ভেরিফাই করুন
  • NID Wallet এপ্স দিয়ে ফেস ভেরিফাই করুন
  • পাসওয়ার্ড সেট করে রেজিস্টার করুন
  • ড্যাশবোর্ড থেকে NID online copy download করুন।

এভাবে খুব সহজেই একটি আইডি কার্ডের কপি অনলাইন থেকে বের করে নেওয়া যায়। তবে আমরা এখানে ধাপগুলো সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছি। তাই আপনাদের কাছে ধাপগুলো বুঝতে কঠিন মনে হতে পারে। তাই নিচে আইডি কার্ড ডাউনলোড করার ধাপগুলো আরও বিস্তারিতভাবে ছবিসহ টিউটোরিয়াল আকারে দেওয়া হলো। সম্পূর্ণ প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতে সকল ধাপগুলো দেখে নিতে পারেনঃ

(এখানে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নেওয়ার জন্য আইডি কার্ডের মালিকের ফেস ভেরিফাই করে নিতে হয়। এর জন্য NID Wallet অ্যাপ লাগবে। তাই প্রথমেই এই অ্যাপটি Google Play Store থেকে ইনস্টল করে নিন।)

ধাপ ১ঃ নির্বাচন কমিশনের সার্ভার ভিজিট

জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে আপনাকে সর্বপ্রথম নির্বাচন কমিশনের নাগরিক সেবা সম্পর্কিত সার্ভারে যেতে হবে। আপনি সরাসরি আপনার কাঙ্খিত মূল পেইজে প্রবেশ করতে এই লিংকে ক্লিক করতে পারেনঃ

এই লিংকে ক্লিক করলেই সরাসরি আপনার কাঙ্খিন মূল পেজটিতে যেতে পারবেন। অন্যথায়, আপনি nidw.gov.bd লিখে সার্চ করে, প্রথম ওয়েবসাইটে প্রবেশ করে nid services অপশনে ক্লিক করলেও এই একই পেজে যেতে পারবেন।

ধাপ ২ঃ Register for NID BD Card Download

আপনার এন আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার জন্য এখানে একটি একাউন্ট রেজিস্টার করতে হবে। যদি আগে থেকেই একাউন্ট রেজিস্টার করা থাকে, তাহলে সেই একাউন্টে লগইন করলেই হবে। যাইহোক, একাউন্ট রেজিস্টার করার জন্য প্রথমে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করবেন।

তারপর আপনার সামনে ৩টি খালিঘর সহ একটি পেজ ওপেন হবে। সেখানে আপনি ২ ধরনের তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। যথাঃ ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড ও ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড। আমি এখানে ২টি পদ্ধতিই জানিয়ে দিচ্ছিঃ

ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য, nidw.gov.bd সাইটের রেজিস্টার পেজের ১ম ঘরে আপনার ভোটার নিবন্ধন ফরম নাম্বারটি লিখবেন। তারপর ২য় ঘরে জন্ম তারিখ ও ৩য় ঘরে ক্যাপচা কোড লিখে সাবমিট করতে হবে।

মূলত জাতীয় পরিচয় পত্রের জন্য নিবন্ধন করার পর, উপজেলা নির্বাচন অফিস থেকে একটি ভোটার নিবন্ধন স্লিপ দেওয়া হয়। এই স্লিপ নাম্বারে যেই সিরিয়াল নাম্বার বা কোডটি লেখা থাকে, সেটিই আপনার ফরম নাম্বার।

এই নাম্বারটি দিয়ে একাউন্ট রেজিস্টার করার ক্ষেত্রে অনেক সময় ফরম নাম্বার ভুল দেখায়। এমন দেখালে আপনি ফরম নাম্বারের শুরুতে কোন স্পেস ছাড়া NIDFN লিখে সাবমিট করবেন। তারপর নতুন পেজে গেলে ঠিকানার তথ্য সিলেক্ট করে, একটি মোবাইল নাম্বার ভেরিফাই করবেন। শেষে ফেস ভেরিফাই করে রেজিস্টার সম্পন্ন করে এন আইডি ডাউনলোড করতে পারবেন।

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য nidw.gov.bd সাইটের রেজিস্টার পেজের ১ম ঘরে আপনার NID Card Number টি লিখতে হবে। তারপর জন্ম তারিখ ও ক্যাপচা পূরন করে সাবমিট করবেন। শেষে ঠিকানা, মোবাইল নাম্বার ও ফেস ভেরিফাই করে রেজিস্টার করে NID Card Download করতে পারবেন।

মূলত যারা নতুন ভোটার হয়েছেন এবং মোবাইল নাম্বারে ১০ সংখ্যার এন আইডি নাম্বার জানিয়ে মেসেজ পাঠানো হয়েছে। তারা সেই এনআইডি নাম্বার ব্যবহার করেই আইডি কার্ডের অনলাইন কপি উত্তোলন করতে পারবেন। আর পুরাতন ভোটাররা তো আগে থেকেই নিজেদের আইডি কার্ডের নাম্বার জানেন। সেই নাম্বার দিয়ে নিবন্ধন করেই পুরাতন আইডি কার্ড উত্তোলন করতে পারবেন।

যাইহোক, এনআইডি নাম্বার লিখুন বা ফরম নাম্বার, আপনার তথ্য সঠিক থাকলে এবং আপনার আইডি কার্ডের তথ্যটি ইতিমধ্যেই অনলাইনে সাবমিট করা থাকলে আপনাকে নতুন পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আরও যা যা করতে হবে, তা নিচে জেনে নিন।

ধাপ ৩ঃ ঠিকানা সিলেকশন

ভোটার নিবন্ধন করার সময় আপনার আইডি কার্ডের জন্য যেই ঠিকানার তথ্য দিয়েছিলেন, এখানে সেই ঠিকানা সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানার তথ্য উভয়ই নির্বাচন করে দিবেন। উভয় ঠিকানার জন্যই এখানে বিভাগ, জেলা ও উপজেলা বাছাই করতে হয়।

ধাপ ৪ঃ- মোবাইলে OTP ভেরিফাই

এবার আপনাকে একটি মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। এখানে প্রাথমিকভাবে একটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যেটি আপনি ভোটার আবেদন করার সময় দিয়েছিলেন। আপনার কাছে সেই নাম্বারটি থাকলে, ‘বার্তা পাঠান’ অপশনে ক্লিক করলেই আপনার নাম্বারে কোড চলে যাবে। 

আর যদি আপনার কাছে সেই নাম্বারটি না থাকে, তাহলে ‘মোবাইল পরিবর্তন’ অপশনে ক্লিক করে নতুন একটি নাম্বার দিবেন। তারপর ‘’বার্তা পাঠান’’ লেখা অপশনটিতে ক্লিক করলেই নতুন নাম্বারে একটি কোড চলে আসবে। সেই ৬ সংখ্যার কোডটি সার্ভারে লিখে সাবমিট করলেই নতুন ধাপে যেতে পারবেন।

ধাপ ৫ঃ NID Wallet ফেস ভেরিফিকেশন

এবার আইডি কার্ডধারী ব্যক্তির ফেস ভেরিফিকেশন করতে হবে। আপনি ফেস ভেরিফাই করার জন্য nidw সার্ভারের পেজে একটি QR Code দেখতে পাবেন। এই কোডটি স্ক্যান করেই চেহারা যাচাই করতে হয়। এর জন্য আপনাদেরকে আগেই NID Wallet এপ্স ইনস্টল করে রাখতে বলেছিলাম।

আপনি সেই এপ্স এ প্রবেশ করে Camera Access দিয়ে নিবেন। তারপর কম্পিউটার স্ক্রিনে থাকা কোডটি স্ক্যান করবেন। এবার start face scan লেখা অপশন আসবে, সেটিতে ক্লিক করে NID Wallet App দিয়ে ফেস ভেরিফাই করে নিবেন। ভেরিফিকেশন সম্পন্ন হলেই সার্ভারের পেজটি স্বয়ংক্রিয়ভাবে নতুন পেজে চলে যাবে।

ধাপ ৬ঃ Set New Password

একটি NID একাউন্ট বার বার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু এভাবে বার বার একাউন্ট রেজিস্টার করা অনেকটা বিরক্তকর মনে হবে। তাই আপনার একাউন্টটি পূনরায় ব্যবহার করতে এই ধাপে একাউন্টের লগইন ডিটেইলস সেটআপ করে নিতে পারেন।

এখানে নতুন পেজে “সেট পাসওয়ার্ড” লেখাতে ক্লিক করে, আপনার একাউন্টের জন্য একটি ইউজার আইডি ও একটি পারওয়ার্ড লিখবেন। তারপর পাসওয়ার্ডটি পূনরায় লিখে “আপডেট” বাটনে ক্লিক করে কনফার্ম করে দিবেন।

ধাপ ৭ঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড

সকল ধাপ সম্পন্ন করার পর পাসওয়ার্ড কনফার্ম করে সাবমিট করলেই একাউন্ট রেজিস্ট্রেশন হয়ে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে আপনি বিভিন্ন এনআইডি সম্পর্কিত সেবার অপশনগুলো দেখতে পাবেন। এখানে ডানপাশে “ডাউনলোড” লেখা একটি অপশনও দেখতে পাবেন। আপনার NID Card Download করার জন্য এই ডাউনলোড লেখা অপশনটিতে ক্লিক করতে হবে।

ব্যাস, এবার পিডিএফ আকারে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে, আপনি এই পিডিএফ কপিটিকে প্রিন্ট করে ও লেমিনেশন করে সর্বত্রই ব্যবহার করতে পারবেন


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *