|

সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীদের স্মার্ট কার্ড বিতরণ চলমান

সৌদি আরবে স্মার্ট কার্ড বিতরন কার্যক্রম শুরু হয়েছে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের মাঝে। যে সকল বাংলাদেশী নাগরিকরা প্রবাসে অবস্থান করে অনলাইনে এনআইডি কার্ডের জন্য নিবন্ধনের আবেদন করেছেন, তারা এখন বিদেশে অবস্থান করেই তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।

দীর্ঘদিন যাবত বাংলাদেশী প্রবাসীদের স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের প্রকল্পটি চালু করা হলেও, অধিকাংশ দেশে এটি এখনও বাস্তবায়ন করা যায়নি। কিন্তু নতুন করে এর কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হতে যাচ্ছে। 

যে সকল বাংলাদেশী প্রবাসীরা সৌদি আরবে অবস্থান করে স্মার্ট কার্ড সংগ্রহ করতে চাচ্ছেন, তারা বর্তমানে বাংলাদেশী দূতাবাস থেকে নিজেদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুনঃ Services nidw gov bd | NID কার্ডের সকল সেবা এক ঠিকানায়

সৌদি আরবে বাংলাদেশী প্রবাসীদের স্মার্ট কার্ড বিতরণ চলমান

২০১৯ সাল থেকে বাংলাদেশী প্রবাসীদের জন্য এনআইডি কার্ড সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০১৯ সালের ৫ই নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য এবং স্মার্ট কার্ড দেওয়ার উদ্দেশ্যে অনলাইনে আবেদন কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল। 

তারপর সৌদি আরব, মালদ্বীপ ও সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশীদের জন্য এই সুযোগ চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২ সালের ১২ই ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীদের জন্য অনলাইনে ভোটার করার কার্যক্রম শুরু করা হয়।

আরও পড়ুনঃ স্মার্ট কার্ড কিভাবে পাবো ও কখন পাবো জেনে নিন

২০২৪ সালের ২৩ জুলাই সৌদি আরবের রিয়াদে এবং ২৪ জুলাই জেদ্দায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশনার মোঃ আনিসুর রহমান সৌদি আরবের সফর করে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। 

নির্বাচন কমিশনের (EC) অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন যে, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার ইত্যাদি দেশের প্রবাসী বাংলাদেশীদেরকে ভোটার হিসেবে নিবন্ধন করার কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

কোন কোন দেশে বাংলাদেশী প্রবাসীদেরকে স্মার্ট কার্ড দেওয়া হবে

২০২৪ সালের জুলাই মাসে সৌদি আরবে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হওয়ার আগেই- সংযুক্ত আরব আমিরাত (দুবাই), কাতার, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও ইতালিতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় সৌদি আরবেও বাংলাদেশী প্রবাসীদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছিল। 

পরবর্তীতে লেবানন, জর্দান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া, সিঙ্গাপুর, ওমান, কানাডা, অস্ট্রেলিয়া ইতালি দেশে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম চালু করা হবে। কার্যক্রম চলাকালীন সময়ে অনলাইনে আবেদন করলে, সেই আবেদনের প্রেক্ষিতে আবেদনকারীর সংশ্লিষ্ট উপজেলায় গিয়ে যাচাই-বাছাই করা হবে।

আরও পড়ুনঃ অনলাইনে নতুন আইডি কার্ড করার নিয়ম। নতুন ভোটার আবেদন ২০২৪

এভাবে যাচাই-বাছাই করার মাধ্যমে ব্যক্তির পরিচয় সংক্রান্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত হলে, সেই ব্যক্তির স্মার্ট কার্ড তৈরি করা হবে। তারপর ব্যক্তির অবস্থানরত দেশের বাংলাদেশী দূতাবাসে এন আইডি কার্ড বা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। 

যাইহোক, করোনা মহামারী কালীন সময়ে এই কার্যক্রম শুরুর পরিকল্পনা ব্যাহত হয়েছিল। বর্তমানে এই কার্যক্রম পুনরায় শুরু করার জন্য আবার ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

শেষকথা

আশাকরি, সৌদি প্রবাসী ভাইয়েরা বুঝতে পেরেছেন যে সৌদি আরবে অবস্থান করে কিভাবে আপনি আপনার স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। এন আইডি সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য আর্টিকেল গুলো পড়ে নিতে পারেন। ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *