ভোটার আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করুন
আপনার ভোটার আইডি কার্ডের ছবি/ স্বাক্ষর পরিবর্তন করতে চাইলে, জেনে নিন আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম।
সাধারণত আইডি কার্ডের যেই ছবি থাকে, তা আমাদের মধ্যে অধিকাংশেরই পছন্দ হয়না। এর কারন হলো- ভোটার তথ্য হালনাগাদের সময় তাড়াহুড়ো করা, একসাথে বহু ভোটারের ছবি সংগ্রহ করা ইত্যাদি। তাছাড়া অতীতের ক্যামেরার মানএ বর্তমান থেকে পিছিয়ে ছিল।
আবার অনেকেই স্বাক্ষরও পরিবর্তন করতে চায় নানা কারনে। যেমন- কেউ ব্যাংক একাউন্টে কিংবা জমির দলিলে যেই স্বাক্ষর দিয়েছে, সেটি আইডি কার্ডেও দিতে চায়। এক্ষেত্রে আমাদের প্রধান পরিচয়পত্র হিসেবে NID Card টি নির্ভুল থাকা উচিত।
তাই ভোটার আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করবেন কিভাবে? কি কি লাগবে? কত টাকা ও সময় লাগবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে এই লেখাটি সম্পূর্ণ পড়ে নিন।
ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার নিয়ম
আইডি কার্ডের ছবি বা স্বাক্ষর পরিবর্তন করার জন্য স্থানীয় নির্বাচন অফিসে গিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ সংগ্রহ করে পূরণ করুন। তারপর সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আবেদন জমা দিয়ে বিকাশ/ নগদের মাধ্যমে ২৩০ টাকা NID সংশোধন ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করুন।
আবেদনের তথ্য যাচাইয়ের পর নির্বাচন অফিসে ছবি ও স্বাক্ষর দেওয়ার জন্য যেতে বলবে। সেখানে বায়োমেট্রিক দিলে, সেই তথ্যগুলো নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। তারপর NID সার্ভারে নতুন ছবি ও স্বাক্ষর আপলোড করা হবে।
আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করার নিয়ম | NID Correction
ভোটার আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন
ভোটার আইডি কার্ডের স্বাক্ষর বা ছবি পরিবর্তন করতে-
- সর্বপ্রথম, জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম-২ সংগ্রহ করুন।
- সংশোধন ফরম সঠিকভাবে পূরণ করুন।
- সংশোধন ফি পরিশোধ করুন।
- স্থানীয় নির্বাচন অফিসে আবেদন জমাদিন।
- সংশোধিত এন আইডি কার্ড ডাউনলোড করুন।
আরও পড়ুনঃ এন আইডি সংশোধন সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশনা সমূহ
আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে কি কি লাগে
ভোটার আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে অল্প কিছু ডকুমেন্টস লাগে। যেমন:
- আবেদনকারীর বর্তমান ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর/ সিটি কর্পোরেশন অফিস থেকে প্রত্যয়ন পত্র। (ছবি/ স্বাক্ষর পরিবর্তনের কথা উল্লেখ করে)
এগুলোর পাশাপাশি, উপজেলা নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ নিয়ে পূরন করতে হবে। এবং এন আইডি সংশোধনের জন্য ফি পরিশোধ করে চালানের রশিদ জমা দিতে হবে। (বিকাশে ফি পরিশোধ করলে বিকাশের ট্রানজেকশন আইডিটি আবেদনপত্রে লিখে দিতে হবে)।
এন আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার ফি ২৩০ টাকা জমা দিতে হয়। এই দুটি তথ্য একইসাথে ২৩০ টাকা ফি দিয়েই সংশোধন করতে পারবেন।
আরও পড়ুনঃ এন আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে?
NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম
ভোটার আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম একই। তাই নিচে একইসাথে এই তথ্যগুলো সংশোধনের আবেদন পদ্ধতি ধাপে ধাপে দেখানো হলো:
ধাপ ১: জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ সংগ্রহ
আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর সংশোধনের নির্ধারিত ফরম হলো “জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম-২”। এটি আপনি সরাসরি স্থানীয় নির্বাচন অফিসে গিয়ে সংগ্রহ করতে পারবেন। অথবা, অনলাইনে থেকে ডাউনলোড করেও ঘরে বসেই পূরন করে নিতে পারবেন।
অনলাইন থেকে ডাউনলোড করতে চাইলে জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম-২। এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন। তারপর কোন দোকান থেকে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিন।
ধাপ ২: ছবি ও স্বাক্ষর পরিবর্তন ফরম পূরণ
“জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম-২” পূরন করতে নিচের দেখানো পদ্ধতি অনুসরন করুন:
- ক্রমিক নং ১: “ক’’ ঘরে বাংলায় আবেদনকারীর সম্পূর্ণ নাম লিখুন। এবং “খ” ঘরে আবেদনকারীর NID নাম্বার লিখুন।
- ক্রমিক নং ২: সাধারণ ভোটারদের এই তথ্য পূরন করতে হবেনা।
- ক্রমিক নং ৩: টেবিলের “ক” থেকে “জ” পর্যন্ত পূরন করতে হবেনা। “ঝ” ঘরের প্রথম সারিতে সংশোধনের বিষয় = ‘ছবি ও স্বাক্ষর’। ২য় সারিতে চাহিত সংশোধিত তথ্য = ‘ছবি ও স্বাক্ষর পরিবর্তন’’ লিখুন। ৩য় সারিতে যেকোন ঘরে আবেদনের সাথে সংযুক্ত দলিলাদির নাম লিখুন।
- ক্রমিক নং ৪: জমাকৃত ফি এর পরিমান ২৩০ টাকা লিখুন।
- ক্রমিক নং ৫: ফি জমাদানের রশিদ হিসেবে, বিকাশের মাধ্যমে ফি পরিশোধের পর প্রাপ্ত Transaction ID টি লিখুন।
- ক্রমিক নং ৬: আবেদনের সাথে যেসকল কাগজপত্র সংযুক্ত করবেন, সেগুলোর নাম বা বিস্তারিত লিখুন। (যেমন: আইডি কার্ডের ফটোকপি, ছবি পরিবর্তনের প্রত্যয়ন পত্র ইত্যাদি)
এছাড়াও ফরমের নিচের দিকে ডানপাশে আবেদনকারীর স্বাক্ষর, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস লিখে দিতে পারেন।
প্রযোজ্য ক্ষেত্রে (১৮ বছরের কম বয়স ভোটার হলে) ফরমের নিচের দিকে বামপাশে আইনানুগ অভিভাবকের স্বাক্ষর, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস লিখে দিতে পারেন।
আরও পড়ুনঃ ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম ২০২৪
ধাপ ৩: NID Card ছবি ও স্বাক্ষর সংশোধন ফি জমা দিন
এন আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তনের জন্য ২৩০ টাকা সংশোধন ফি জমা দিতে হয়। এই ফি আপনি ব্যাংকে A-Challan এর মাধ্যমে বা বিকাশ/ নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন।
আমাদের কাছে বর্তমানে সবচেয়ে সহজ মাধ্যম হতে পারে বিকাশ বা নগদ। তাই নিচে বিকাশের মাধ্যমে আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তনের ফি দেওয়ার পদ্ধতি দেখানো হলো:
- সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপে লগইন করুন।
- তারপর ড্যাশবোর্ড থেকে পে-বিল অপশনে যান।
- পে-বিল থেকে NID Service (সরকারি ফি) সিলেক্ট করুন।
- নতুন পেইজে আবেদনের ধরন হিসেবে “NID Info Correction” সিলেক্ট করুন।
- আবেদনকারীর NID Number লিখুন।
- সংশোধন ফি ২৩০ টাকা দেখাবে। এখান থেকে পরবর্তী ধাপে গিয়ে আপনার বিকাশ একাউন্টের পিন কোড লিখুন।
- সর্বশেষে, ট্যাপ করে ধরে রেখে পেমেন্ট সম্পন্ন করুন।
এখানে পাওয়া ট্রানজেকশন আইডিটি লিখে রাখুন। এটি আবেদন ফরমে ৫ নং ক্রমিকে ফি জমাদানের রশিদ অপশনে লিখে দিতে হবে।
ধাপ ৪: স্থানীয় নির্বাচন অফিসে আবেদন জমা দিন
এবার আপনার আবেদন ফরমটির সাথে প্রয়োজনীয় কাগজপত্র গুলো সংযুক্ত করে স্থানীয় নির্বাচন অফিসে যান। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আবেদনটি জমা দিন। আবেদন পূর্নাঙ্গভাবে জমাদানের আগেই ফি পরিশোধের রশিদ বা Transaction ID লিখে দিবেন।
খেয়াল রাখবেন, এই আবেদনটি জমা দেওয়ার জন্য আবেদনকারীকে (যার এনআইডি কার্ড) নিজেই উপস্থিত হতে হবে।
আরও পড়ুনঃ Services nidw gov bd | NID কার্ডের সকল সেবা এক ঠিকানায়
ধাপ ৫: আইডি কার্ডের ছবি পরিবর্তনের জন্য প্রক্রিয়াকরণ
আবেদন জমা দেওয়ার পর, উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনের তথ্যের প্রেক্ষিতে, সেটি উপযুক্ত কিনা যাচাই করবেন। সঠিক ও উপযুক্ত মনে হলে আপনাকে নতুন ছবি তোলা ও স্বাক্ষর দেওয়ার জন্য একটি নির্দিষ্ট দিনে সেখানে যেতে বলবে।
পরবর্তীতে, নতুন ছবি ও স্বাক্ষর নেওয়া হলে, সেটি জেলা পর্যায়ে পাঠানো হবে। তারপর জেলা পর্যায়ের নির্বাচন অফিসার সেই আবেদনটি এপ্রুভ করে বাকি কার্যক্রম সম্পন্ন করবেন।
ধাপ ৬: নতুন ছবি ও স্বাক্ষর যুক্ত এনআইডি ডাউনলোড
উপজেলা নির্বাচন অফিসে নতুন ছবি ও স্বাক্ষর জমা দেওয়ার পর থেকে, অনলাইন থেকে আইডি কার্ডের কপি হাতে পেতে ১৫ কার্যদিবসের মতো সময় লাগতে পারে।
তাই আবেদনের পর ১৫-২০ দিন অপেক্ষা করে NIDW ওয়েবসাইটে আপনার NID একাউন্টে লগইন করবেন। সেখান থেকে সংশোধিত আইডি কার্ডটি প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন
অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করা যায় না। বরং এটি সংশোধন করার জন্য সরাসরি উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হয়। তবে এক্ষেত্রে আপনি অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সংশোধন ফি পরিশোধ করতে পারবেন।
এন আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে কত দিন লাগে
ভোটার আইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন বা ছবি পরিবর্তনের আবেদনটি মূলত “খ” ক্যাটাগরির সংশোধনী আবেদন। “খ” ক্যাটাগরির আবেদন এপ্রুভ করে জেলা নির্বাচন অফিসার। অর্থাৎ উপজেলা নির্বাচন অফিস থেকে তথ্য জেলা পর্যায়ে পাঠানো হলে, সেখান থেকে অনুমোদন দেওয়া হয়।
সাধারণত এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে ১৫ কার্যদিবস সময় লেগে থাকে। তবে এর আগেও সংশোধিত হয়ে যেতে পারে।
আশাকরি, ভোটার আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। এবার আপনি নিজেই আবেদন করতে পারবেন।