প্রবাসীদের স্মার্ট এনআইডি কার্ড প্রদান কার্যক্রম চালু

প্রবাসী বাংলাদেশীদের জন্য সংযুক্ত আরব আমিরাত (দুবাই), কাতার, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালিতে, সিঙ্গাপুর ও মালদ্বীপ সহ আরও বেশ কয়েকটি দেশে প্রবাসীদের স্মার্ট এনআইডি কার্ড প্রদান কার্যক্রম চালু রয়েছে। প্রবাসীরা এখন বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে আবেদন করতে পারবে এবং বিদেশে থেকেই স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবে। 

২০১৯ সাল থেকেই প্রবাসী বাংলাদেশীদের জন্য স্মার্ট কার্ড বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। প্রাথমিকভাবে দুবাই (সংযুক্ত আরব আমিরাত) -এর রাজধানী আবুধাবিতে বাংলাদেশের এম্বাসিতে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এই কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সহ আরও কয়েকটি দেশে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন করা হয়েছে।

তিনি উদ্বোধনকালে জানান যে, “প্রবাসী বাংলাদেশীদের জন্য বাংলাদেশী স্মার্ট এনআইডি কার্ডের সেবা হাতের কাছে পৌঁছে দেওয়া হবে।” স্মার্ট কার্ড পাওয়ার জন্য এখন থেকে প্রবাসীদের আর ভাটির ঝামেলা পোহাতে হবে না। আগে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য প্রবাসী বাংলাদেশীরা বিদেশে থেকে আবেদন করতে পারতো না। ফলে তারা যখন বিদেশ থেকে দেশে আসতো, তখন আইডি কার্ড সম্পর্কিত নানান জটিলতার সম্মুখীন হতো।

আরও পড়ুনঃ

কিন্তু এখন থেকে প্রাপ্তবয়স্ক যে কোন বাংলাদেশী বিদেশে অবস্থানগত বাংলাদেশের দূতাবাসে গিয়ে কিংবা অনলাইনে জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য আবেদন করতে পারবে। তদুপরি, অনলাইনে ফি পরিশোধ করে কার্ড তৈরি করার পর কুরিয়ারের মাধ্যমে বিদেশে ব্যক্তির নিজের ঠিকানাও কার্ড নিতে পারবে। এই সেবা দেওয়ার জন্য ২৪ ঘন্টা হটলাইন সেবা দেওয়া হচ্ছে এবং এনআইডি সেবা দিতে দূতাবাস নামে মোবাইলে অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন এর মাধ্যমে যাবতীয় দিকনির্দেশনা জানা যাবে এবং সেবা পাওয়া সহজ হবে।

উদ্বোধনের অনুষ্ঠানে বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের সাথে আরো আলোচনা করেছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মহাপরিচালক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *