এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম | NIDW Account Registration
এনআইডি কার্ডের অনলাইন ভিত্তিক সেবা সমূহ পেতে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম বা NIDW Account Registration কিভাবে করবেন, সেই বিষয়ে জেনে নিন এখানে।
বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যাবতীয় সেবা সমূহ এখন অনলাইন ভিত্তিক করা হয়েছে। অনলাইনে ভোটার আইডি কার্ডের সেবাগুলো পেতে একজন নাগরিকের এনআইডি একাউন্ট থাকতে হয়।
ভোটার আইডি কার্ডের তথ্য দেখা, সংশোধন করা, রি-ইস্যু করা, ডাউনলোড করা ইত্যাদি সবকিছুর জন্যই একটি NID একাউন্টের প্রয়োজন। অর্থাৎ, প্রাপ্তবয়স্কদের এনআইডি একাউন্ট রেজিস্ট্রার করার প্রয়োজনীয়তা অনেক।
তাই এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশন পদ্ধতি জেনে নিন এই লেখা থেকে।
এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম
এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য, services.nidw.gov.bd লিংকে ভিজিট করে রেজিস্টার লেখাতে ক্লিক করুন। এবার আপনার NID নম্বর ও জন্ম তারিখ সাবমিট করে, ঠিকানার তথ্য দিন। তারপর মোবাইল নাম্বার ও ফেস ভেরিফাই করে পাসওয়ার্ড সেট করলেই এনআইডি একাউন্ট রেজিস্টার হয়ে যাবে।
পরবর্তীতে আপনার সেট করা ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে এই এনআইডি একাউন্টে লগইন ও ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ Services nidw gov bd | NID কার্ডের সকল সেবা এক ঠিকানায়।
এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করতে যা যা লাগবে?
এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করতে আপনার যা যা প্রয়োজন হবে, সেগুলো হলো:
- জাতীয় পরিচয়পত্র নম্বর (NID Number)/ ভোটার স্লিপ/ ফরম নাম্বার।
- NID কার্ড অনুযায়ী জন্ম তারিখ।
- একটি চলমান মোবাইল নাম্বার।
- একটি স্মার্টফোন বা কম্পিউটার।
- মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
- এবং ফেস ভেরিফিকেশনের জন্য মোবাইলে NID Wallet অ্যাপ ইনস্টল কর নিতে হবে।
এগুলো থাকলেই আপনি একটি এনআইডি অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন।
আরও পড়ুনঃ নতুন ভোটার হতে কি কি লাগে ২০২৪
NID একাউন্ট রেজিস্ট্রেশনের নিয়ম
NID একাউন্ট রেজিস্ট্রেশনের নিয়ম হলো-
- Services.nidw.gov.bd লিংকে ভিজিট করুন।
- NID নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন।
- ঠিকানার তথ্য সিলেক্ট করুন।
- মোবাইল নাম্বার ভেরিফাই করুন।
- NID Wallet অ্যাপ দিয়ে ফেস ভেরিফাই করুন।
- সর্বশেষে, ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করে NID একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
এভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করার পর, এনআইডি কার্ড সম্পর্কিত যাবতীয় সেবা সমূহ এই অ্যাকাউন্টের মাধ্যমে ভাগ করতে পারবেন।
আরও পড়ুনঃ অনলাইনে নতুন আইডি কার্ড করার নিয়ম। নতুন ভোটার আবেদন ২০২৪
এনআইডি একাউন্ট রেজিস্ট্রার করার পদ্ধতি
উপরে এনআইডি একাউন্ট রেজিস্টার করার পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানানো হয়েছে। হয়তো অনেকেই এই ধাপগুলো স্পষ্টভাবে বুঝতে পারবেনা। তাই নিচে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে।
তবে প্রথমেই, আপনার স্মার্টফোনে Google Play Store থেকে NID Wallet অ্যাপটি সার্চ করে ইনস্টল করে নিন। তারপর নিচের এনআইডি একাউন্ট রেজিস্ট্রার করার পদ্ধতি ছবিসহ দেখানো ধাপে ধাপে অনুসরণ করুন:
ধাপ ১: একাউন্ট রেজিস্টার পেজে যান
NID Account Registration করতে সর্বপ্রথম nidw.gov.bd – লিংকে ভিজিট করুন। তারপর একটি ওয়েবপেজে রেজিস্ট্রার ও লগইন অপশন দেখতে পাবেন। আপনি রেজিস্ট্রার লেখাতে ক্লিক করে পরবর্তী পেজে যাবেন।
ধাপ ২: NID নাম্বার ও জন্ম তারিখ দিন
রেজিস্টার পেজ ওপেন হলে দেখতে পারেন এখানে ৩টি খালি সম্পৃক্ত রয়েছে। এই ৩টি ঘরকে তিনটে আলাদা আলাদা তথ্য দিয়ে পূরণ করতে হবে।
এখানে প্রথম করে আপনার এনআইডি নাম্বার লিখতে হবে। ভোটার আইডি কার্ড করার পর আপনার মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে NID Number টি জানিয়ে দেওয়া হবে। আপনি সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে লিখবেন।
কিন্তু আপনি যদি এখনো আপনার এনআইডি নাম্বার না জেনে থাকেন, তাহলে এখানে ফরম নাম্বার লিখতে পারবেন। ভোটার আইডি কার্ডের জন্য নিবন্ধন করার সময় যেই ভোটার স্লিপটি দেওয়া হয়, সেই স্লিপের নাম্বারটি এখানে লিখেও নিবন্ধন করতে পারবেন।
যদি স্লিপ নাম্বার দেওয়ার পর তথ্য ভুল দেখায়, তাহলে ভোটার স্লিপ নাম্বারের পূর্বে NIDFN যুক্ত করে ফরম নাম্বারটি লিখবেন।
সর্বশেষে নিচের দিকে অস্পষ্ট ইমেজে থাকা ক্যাপচা কোড থাকবে। সেই ক্যাপচা কোডটি সঠিকভাবে নিচের ঘরে লিখতে হবে। সবগুলো পূরণ করার পর সাবমিট লেখাতে ক্লিক করবেন। যদি আপনার সকল তথ্য ঠিক থাকে তাহলে পরবর্তী পেজে নিয়ে যাবে।
ধাপ ৩: ঠিকানা সিলেক্ট করুন
এই ধাপে, ভোটার আইডি কার্ডের বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। এখানে বর্তমান ও স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা ও উপজেলা সিলেক্ট করার অপশন পাবেন।
আপনাকে ধাপে ধাপে ২টি ঠিকানাই সিলেক্ট করতে হবে। অবশ্যই, এখানে আইডি কার্ডের তথ্য অনুযায়ী বর্তমান ঠিকানার সঠিক তথ্য ও স্থায়ী ঠিকানার সঠিক তথ্য সিলেক্ট করতে হবে।
আইডি কার্ডে যদি ভিন্ন ঠিকানা তথ্য দিয়ে থাকেন, তাহলে ভিন্ন ঠিকানা গুলোই সিলেক্ট করবেন। দুটি ঠিকানায় তথ্য পূরণ করার পর এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ‘পরবর্তী’ লেখাটিতে ক্লিক করবেন।
ধাপ ৪: মোবাইলে OTP ভেরিফাই করুন
নতুন পেজে দেখতে পাবেন, আইডি কার্ড করার সময় আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারের প্রথম ও শেষের অংশ। আপনার কাছে সেই মোবাইল নাম্বারটি থাকলে ‘বার্তা পাঠান’ অপশনে ক্লিক করবেন। তাহলেই আপনার নাম্বারে হয় সংখ্যার একটি ওটিপি কোড আসবে।
আর যদি, আপনার কাছে বর্তমানে সেই মোবাইল নাম্বারটি না থাকে, তাহলে প্রথমে ‘মোবাইল পরিবর্তন’ লেখাতে ক্লিক করবেন। তারপর নতুন পেজ আসলে সেখানে আপনার সাথে থাকা মোবাইল নাম্বারটি লিখবেন। এবার ‘বহাল’ লেখাতে ক্লিক করলেই নতুন দেওয়া নাম্বারটিতে OTP কোড আসবে।
তারপর সেই OTP কোডটি ওয়েবপেজে সাবমিট করে কোড যাচাই করবেন এবং পরবর্তী পেজে যাবেন।
আরও পড়ুনঃ এনআইডি একাউন্ট লক হলে করনীয় | Unlock NID Account
ধাপ ৫: Face Verification করুন
এনআইডি একাউন্ট রেজিস্টার করার এই ধাপে, আইডি কার্ডধারী ব্যক্তির Face Verification করতে হবে। আপনার সামনে আসা ওয়েবপেজে একটি QR Code দেখতে পাবেন এবং বাম পাশে ফেস ভেরিফাই করার দিকনির্দেশনা দেখতে পাবেন।
এর জন্য আমরা আগেই মোবাইলে NID Wallet অ্যাপ ইনস্টল করে নিতে বলেছি। আপনি প্রথমে NID Wallet অ্যাপে প্রবেশ করবেন। তারপর অ্যাপের ক্যামেরা অন করে NIDW সার্ভারের ওয়েবপেজে থাকা QR Code টি স্ক্যান করবেন।
QR Code করা হয়ে গেলে, NID Wallet অ্যাপের নিচের দিকে start face scan লেখা দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনার ফেস ভেরিফিকেশন শুরু করবেন।
ফেস ভেরিফাই করার জন্য আপনার চেহারাকে স্পষ্টভাবে আলোযুক্ত স্থানে ক্যামেরার সামনে তুলে ধরতে হবে। তারপর ডানে, বামে ও সামনের দিকে তাকিয়ে Face Verification সম্পন্ন করতে হয়। ফেস ভেরিফাই হয়ে গেলে, ওয়েবপেজটি স্বয়ংক্রিয়ভাবে বিডায়ারেক্ট হয়ে পরবর্তী পেজে নিয়ে যাবে।
ধাপ ৬: ইউজারনেম ও পাসওয়ার্ড সেট দিন
এটি NID একাউন্ট রেজিস্টার করার সর্বশেষ ধাপ। এই ধাপে আপনার nid একাউন্টের জন্য একটি ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করতে হবে। এই ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এই একাউন্টে পরবর্তীতে লগইন করতে পারবেন।
আপনি চাইলে এই ধাপটি এড়িয়ে যেতে পারবেন। কিন্তু পরবর্তীতে এনআইডি সম্পর্কিত সেবা পেতে আপনাকে আবারও শুরু থেকে নিবন্ধন করতে হবে।
তাই এই বাড়তি ঝামেলা পোকাতে না চাইলে, এবারই একাউন্টের জন্য একটি ইউজারনেম লিখুন। তারপর একটি পাসওয়ার্ড লিখুন ও সেই পাসওয়ার্ডটি পুনরায় লিখে কনফার্ম করুন। পাসওয়ার্ড কনফার্ম করে সাবমিট করার পরই আপনার এনআইডি একাউন্ট রেজিস্টার হয়ে যাবে।
ধাপ ৭: এনআইডি সেবা ভোগ করুন
এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরই আপনাকে একাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনি এন আইডি কার্ডের যাবতীয় অনলাইন ভিত্তিক সেবাসমূহ ভোগ করতে পারবেন।
এখানে বিস্তারিত প্রোফাইল অপশনে ক্লিক করে আপনার আইডি কার্ডের যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন। আবার আপনি চাইলে এখান থেকে ভোটার আইডি কার্ড সংশোধন, রি-ইস্যুর আবেদন এবং ডাউনলোডও করতে পারবেন।
শেষকথা
উপরোক্ত আলোচনা থেকে আপনারা এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এই এনআইডি একাউন্ট একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বিভিন্ন সময়ে বুঝা যায়। আশাকরি, সম্পূর্ণ আলোচনাটি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।