Services nidw gov bd | NID কার্ডের সকল সেবা এক ঠিকানায়

বাংলাদেশের ভোটার আইডি কার্ড সম্পর্কিত সকল সেবা সমূহ অনলাইন ভিত্তিক করে, নাগরিকদের সহজলভ্য করার জন্য প্রতিষ্ঠিত সরকারি ওয়েবসাইট হলো Services nidw gov bd। এই ওয়েবসাইট সম্পর্কে ও এর সকল সেবা পেতে এবং সেবা সমূহের লিংক পেতে সম্পূর্ণ লেখাটি পড়ুন।

২০১৬ সাল থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের সকল নাগরিক সেবা অনলাইন করার কার্যক্রম শুরু করেছে। তাদের এই সেবাটি চালু করার জন্য প্রয়োজন ছিলো একটি ওয়েবসাইটের। আর সেই ওয়েবসাইট ও সার্ভার হলো nidw.gov.bd। আর এই সার্ভারের সেবা পাওয়ার লিংক হলো Services nidw gov bd। 

বর্তমানে এই ওয়েবসাইট টির মাধ্যমে এদেশের একজন প্রাপ্তবয়স্ক নাগরিক NID Application, Check, Download, ভোটার তথ্য যাচাই, Correction, NID Reissue করতে পারে। এসকল সেবাগুলো আমাদের বিভিন্ন সময়ে প্রয়োজন হয়ে থাকে।

তাই Services nidw gov bd ওয়েবসাইট টি সম্পর্কে সম্পূর্নভাবে জেনে নিন এখানে।

Services nidw gov bd কি?

ভোটার আইডি কার্ডের সকল সেবা অনলাইন ভিত্তিক করার জন্য নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট বা সার্ভার হলো Services nidw gov bd। দেশের সকল নাগরিকদের এই সার্ভারের মাধ্যমে ভোটার আইডি কার্ড সম্পর্কিত যাবতীয় সুযোগ-সুবিধা হাতের মুঠোয় এনে দেওয়া হয়েছে। 

এই ওয়েবসাইট টি ব্যবহার করে একজন বাংলাদেশী নাগরিক- তার ভোটার আইডি কার্ডের জন্য আবেদন থেকে শুরু করে, আইডি কার্ড চেক, আইডি কার্ড ডাউনলোড, আইডি কার্ড সংশোধন করতে পারবে।

আরও পড়ুনঃ এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম | NIDW Account Registration

Services nidw gov bd সাইটের সেবা সমূহের তালিকা

NIDW সার্ভারের মাধ্যমে মূলত একজন নাগরিক নির্বাচন ও নাগরিকত্ব সম্পর্কিত মৌলিক সেবা গুলো পেয়ে থাকে। এই ওয়েবসাইটের কার্যক্রমের অন্তর্ভুক্ত সেবা সমূহ হলো:

  • নতুন ভোটার হওয়ার আবেদন করা
  • জাতীয় পরিচয়পত্র যাচাই করা
  • এন আইডি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করা
  • ভোটার আইডি কার্ড উত্তোলন করা
  • হারানো এন আইডি কার্ড উত্তোলন
  • ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করা
  • এনআইডি রি-ইস্যুর আবেদন করা
  • একজন ভোটারের ভোটার তথ্য যাচাই করা (যেমন: ভোট কেন্দ্র, ভোটার সিরিয়াল নাম্বার ইত্যাদি)

আরও পড়ুনঃ এন আইডি সংশোধন সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশনা সমূহ

Service.nidw.gov bd/nid-pub এর কার্যক্রম

ইতোমধ্যেই আমরা NIDW ওয়েবসাইটের সেবা সমূহের তালিকা সম্পর্কে জেনেছি। এবার এই সাইটের সেবা প্রদানের কার্যক্রম গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক:

নতুন ভোটার নিবন্ধন

ভোটার আইডি কার্ডের কার্যক্রম এখন অনলাইন ভিত্তিক হওয়ায়, নতুন ভোটার নিবন্ধন করতে NIDW ওয়েবসাইটে আবেদন করতে হয়। আমরা নিজে নিজেই, বছরের যেকোন সময়ে, ঘরে বসেই অনলাইনে ভোটার হতে আবেদন করতে পারবো।

আপনি যদি সরাসরি স্থানীয় নির্বাচন অফিসে গিয়ে নতুন ভোটার হতে আবেদন করেন, তাও আপনার তথ্য এই ওয়েবসাইটে সাবমিট করেই আবেদন করা হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার হয়ে এই ওয়েবসাইটে আবেদন করে দিবেন।

নতুন নিবন্ধন কারীদের ক্ষেত্রে, এই ওয়েবসাইট টি একটি তথ্য ভান্ডার হিসেবে কাজ করবে। সেখান শুধুমাত্র নতুন তথ্যগুলো জমা করা হবে।

কিন্তু আইডি কার্ডের তথ্য সংগ্রহ, তথ্য যাচাই, ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া ইত্যাদি সকল কাজ করবে স্থানীয় নির্বাচন অফিস। তারপর এই NIDW সার্ভারে তথ্য সাবমিট করা হলে, নির্বাচন হাইকমিশন থেকে আবেদন এপ্রুভ করা হবে।

জাতীয় পরিচয় পত্র স্ট্যাটাস যাচাই

অনলাইনে বা স্থানীয় নির্বাচন অফিসে ভোটার হওয়ার আবেদন করার পর আইডি কার্ডের অনলাইন কপি পেতে কিছুদিন সময় লাগে। এক্ষেত্রে সময়কাল ৭ দিন থেকে ১৫-২০ দিন পর্যন্তও হয়ে থাকে।

তাই আইডি কার্ডটি কখন তৈরি হবে, কখন অনলাইন কপি ডাউনলোড করতে পারবো, সে সম্পর্কে জানতেই আমরা জাতীয় পরিচয়পত্র অনলাইন যাচাই করে থাকি। 

শুধুমাত্র স্ট্যাটাস চেক করাই নয়, পরবর্তীতে একটি আইডি কার্ডের সত্যতা যাচাই ও তথ্য জানতেও অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করতে হয়। Services nidw gov bd ওয়েবসাইট থেকে আমরা এই এন আইডি যাচাই করার সুবিধাটি পেয়ে থাকি।

এর জন্য service.nidw.gov.bd/nid-pub লিংকে ভিজিট করতে হবে। তারপর NID Number/ Form Number ও জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করতে হবে। তারপর ঠিকানা, মোবাইল নাম্বার ও ফেইস ভেরিফাই করার পর আপনাদের জাতীয় পরিচয় পত্র যাচাই করতে পারবেন।

স্মার্ট এন আইডি কার্ড চেক

২০১৮ সাল থেকে, সরকারিভাবে দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের মাঝে স্মার্ট এন আইডি কার্ড বিতরন করা হচ্ছে। যদিও এই সেবাটি এখন স্থগিত রাখা হয়েছে, তবে যেকোন সময় আবার স্মার্ট কার্ড বিতরন শুরু হতে পারে।

২০১৮-১৯ সালে যারা ভোটার নিবন্ধন করেছে, তারা প্রায় সকলেই স্মার্ট কার্ড পেয়েছে। তবে এরপর থেকে নিবন্ধন করা অনেক ব্যক্তিই স্মার্ট কার্ড পায়নি। সেক্ষেত্রে তারা এন আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড ও প্রিন্ট করে ব্যবহার করে যাচ্ছে। 

এমতাবস্থায় অনেকেই জানতে চায়, তারা কবে ও কোথায় স্মার্ট কার্ড পাবে। এর জন্য অনলাইনে nidw gov bd ওয়েবসাইটেই স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করার সুযোগ রয়েছে।

এর জন্য, প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/card-status/ এই লিংকে ভিজিট করতে হবে। তারপর NID Number ও জন্ম তারিখ দিয়ে চেক করতে হবে। তাহলেই, আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা, কোথায় গেলে স্মার্ট কার্ডটি পাবেন, সেই তথ্য দেখাবে।

জাতীয় পরিচয় পত্র উত্তোলন

নতুন বা পুরাতন ভোটারদের জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করতে হয় NIDW ওয়েবসাইট থেকে। এটি ভোটার আইডি কার্ড প্রদান করার একমাত্র সরকারি ওয়েবসাইট।

নতুন ভোটারদের NID Card তৈরি হয়ে যাওয়ার পর, nidw.gov.bd ওয়েবসাইটে একটি রেজিস্টার করে আইডি কার্ডের অনলাইন কপি তাদের মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করতে পারে। এবং প্রিন্ট করে ব্যবহার করতে পারে।

অন্যদিকে, পুরাতন ভোটারদের আইডি কার্ড হারিয়ে গেলে, চুরি হলে বা নষ্ট হয়ে গেলে, অনলাইনে সেই এনআইডি রি-ইস্যুর জন্য আবেদন করতে হয়। তারপর রি-ইস্যুর কার্যক্রম সম্পন্ন হলে, একইভাবে NIDW ওয়েবসাইটে রেজিস্টার বা লগইন করে জাতীয় পরিচয়পত্র উত্তোলন/ডাউনলোড করতে পারে। 

তাই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে services nidw gov bd ওয়েবসাইটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকে।

এন আইডি কার্ড সংশোধন

ভোটার আইডি কার্ডের কোন তথ্য পরিবর্তন করতে চাইলে, অনলাইনে বা অফলাইনে এটি সংশোধনের জন্য আবেদন করতে হয়। এক্ষেত্রে আবেদন করার জন্য একমাত্র সরকারি ওয়েবসাইট হলো nidw.gov.bd। 

আইডি কার্ডের অধিকাংশ তথ্যই অনলাইনে আবেদন করার মাধ্যমে সংশোধন করতে পারবেন। অর্থাৎ এই সরকারি ওয়েবসাইট টি আমাদের কাছে সরকারি সেবা সমূহ আরও সহজভাবে পৌঁছে দিচ্ছে। 

আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করার নিয়ম | NID Correction

এনআইডি রি-ইস্যুর আবেদন

পুরাতন ভোটার আইডি কার্ড অনলাইন থেকে পুনরায় ডাউনলোড করতে এন আইডি রি-ইস্যু করতে হয়। আবার এন আইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তনের পর নতুন ঠিকানা উল্লেখ করা আইডি কার্ড পেতেও ভোটার আইডি কার্ড রি-ইস্যুর আবেদন করতে হয়। 

অনলাইনে Services nidw gov bd ওয়েবসাইটে গিয়েই এই আবেদনটি করতে হয়। বর্তমানে নিজে নিজেই আইডি কার্ড রি-ইস্যুর জন্য আবেদন করা যায়। 

এক্ষেত্রে সরকার নির্ধারিত ২৩০ টাকা ফি বিকাশে পরিশোধ করেই আবেদন করা যাবে। কিন্তু যদি আপনার NID Card চুরি হয় বা হারিয়ে যায়, তাহলে প্রথমে স্থানীয় থানায় গিয়ে জিডি করতে হবে। তারপর জিডির কপি স্ক্যান করে প্রমানপত্র হিসেবে আপলোড করে রি-ইস্যুর আবেদন করতে হবে।

ভোটার তথ্য যাচাই

nidw.gov.bd ওয়েবসাইটে ভিজিট করে আমরা একজন ভোটারের ভোটার তথ্য যাচাই করতে পারবো। মূলত ভোটারের সকল ব্যক্তিগত তথ্যই জানা যায় NID একাউন্টে লগইন করে। তাই উক্ত ওয়েবসাইট টি ব্যবহার করে আমরা একজন নাগরিকের সম্পূর্ন তথ্য জানতে পারবো।

অন্যদিকে, আপনি যদি নির্বাচনের আগে কোন ভোটারের যাবতীয় তথ্য জানতে চান, যেমন: একজন ভোটার কোন কেন্দ্রে ভোট দিবে, তার ভোটিং সিরিয়াল নাম্বার কত, ভোট কেন্দ্র নম্বর এবং ভোটারের অন্যান্য তথ্য ইত্যাদি। সেক্ষেত্রে মোবাইলে Smart Election Management BD অ্যাপটি ডাউনলোড করে যাচাই করতে পারবেন।

এছাড়াও এনআইডি কার্ড সম্পর্কিত প্রায় সকল সেবাই পাওয়া যাবে এই Services nidw gov bd ওয়েবসাইট থেকে। 

আরও পড়ুনঃ NID সংশোধন আবেদন বাতিল করার নিয়ম ২০২৪

Services nidw gov bd সাইটে কিভাবে একাউন্ট খুলবো?

নির্বাচন কমিশনের সার্ভারের সকল সেবা পেতে চাইলে, এখানে একটি একাউন্ট খুলতে হয়। কিছু ক্ষেত্রে একাউন্ট খোলা ছাড়া প্রয়োজনীয় সেবা পেতে পারেন। তবে ভোটার আইডি কার্ডের কপি ডাউনলোড করতে বা চেক করতে চাইলে, কিংবা নতুন আবেদন করতে চাইলে, অবশ্যই একাউন্ট খুলতে হয়।

এই ওয়েবসাইটে একাউন্ট খোলার জন্য nidw.gov.bd লিংকে ভিজিট করে, রেজিস্টার লেখাতে ক্লিক করতে হবে। তারপর NID Number ও জন্ম তারিখ লিখে, এবং ক্যাপচা লিখে সাবমিট করবেন।

তারপর ঠিকানার তথ্য দিয়ে, মোবাইল নাম্বার ভেরিফাই করে নিন। সর্বশেষে, ফেস ভেরিফাই করতে হবে NID Wallet অ্যাপস ডাউনলোড করে। তারপর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করলেই ড্যাশবোর্ড ওপেন হবে। সেখান থেকে যাবতীয় সেবাগুলো নিতে পারবেন।

আশাকরি, এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন এই লেখা থেকে।

ভোটার আইডি কার্ড সম্পর্কিত অন্যান্য সেবা সমূহ

ক্যাটাগরি – NID Service BD

ভোটার আইডি কার্ড চেক

ভোটার আইডি কার্ড ডাউনলোড

স্মার্ট কার্ড চে স্ট্যাটাস

ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায়?

এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন

এনআইডি একাউন্ট লক হলে করনীয়

ভোটার স্লিপ হারিয়ে গেলে করনীয়

স্মার্ট কার্ড কিভাবে পাবো

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *