NID ফরম নাম্বার ভুল দেখালে করনীয়
ভোটার আইডি কার্ডের জন্য NIDW ওয়েবসাইটে এনআইডি অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় ফরম নাম্বার ভুল দেখাতে পারে। এই NID ফরম নম্বর ভুল দেখালে করনীয় সম্পর্কে জেনে নিন এই লেখা থেকে।
আমরা nidw.gov.bd ওয়েবসাইটে রেজিস্টার করার সময়, সঠিক ভোটার স্লিপ নাম্বার/ ফরম নাম্বার দেওয়ার পরও অনেক সময় তথ্য ভুল দেখায়। এক্ষেত্রে কয়েকটি কারণে তথ্য ভুল দেওয়া হয়েছে বলে দেখাতে পারে।
যাইহোক, এমন হলে করণীয় সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। কারণ এই NID একাউন্ট খোলা ছাড়া অনলাইনে থাকা ভোটার আইডি কার্ডের কপিটি ডাউনলোড করা যায় না।
তাই নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট NIDW -তে NID ফরম নাম্বার ভুল দেখালে, কিভাবে সমাধান করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে এই লেখাটি পড়তে থাকুন।
যেসকল কারনে NID ফরম নাম্বার ভুল দেখায়
NIDW ওয়েবসাইটে এনআইডি অ্যাকাউন্ট এর জন্য রেজিস্ট্রেশন করার সময় অনেকেরই আইডি কার্ডের ফরম নাম্বার ভুল দেখায়। বেশ কয়েকটি কারণে এখানে তথ্য ভুল দেখাতে পারে। যেমন:
- আইডি কার্ড তথ্য অনলাইনে সাবমিট হওয়ার আগেই, সেই আইডি কার্ডের আবেদনের এনআইডি ফরম নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশনের চেষ্টা করলে।
- ফরম নাম্বার সঠিকভাবে না লিখলে।
- জন্ম তারিখ ভুল লিখলে।
- ফরম নাম্বারটি বাংলা সংখ্যায় লিখলে।
আরও পড়ুনঃ Services nidw gov bd | NID কার্ডের সকল সেবা এক ঠিকানায়
NIDW ওয়েবসাইটের NID Online Services পেজে প্রবেশ করলে তিনটি অপশন পাওয়া যায়। এগুলো হলো – রেজিস্টার করুন, আবেদন করুন এবং লগইন।
নতুন ভোটার আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে চাইলে, আবেদন করুন লেখাতে ক্লিক করে উপযুক্ত তথ্য দিয়ে অনলাইনে আবেদন করা যায়। সাধারণত এক্ষেত্রে কোনো সমস্যা হয় না।
কিন্তু নতুন ভোটার আইডি কার্ডের জন্য নিবন্ধন করার পর, সেই আইডি কার্ডের তথ্যগুলো নির্বাচন কমিশন থেকে অনলাইনে সাবমিট করতে বেশ কিছুদিন সময় নিয়ে থাকে।
এসময় অনলাইনে তথ্য সাবমিট হওয়ার আগেই যদি আমরা এনআইডি একাউন্ট রেজিস্টার করতে চাই, তাহলেই “এনআইডি নাম্বার/ জন্ম তারিখ ভুল” লেখা দেখায়।
এমন হলে এনআইডি কার্ডের তথ্য অনলাইনে সাবমিট হওয়ার আগে পর্যন্ত আপনি রেজিস্টার করতে পারবেন না। তবে আরেকটি পদ্ধতি রয়েছে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার তথ্য অনলাইনে সাবমিট হয়েছে কি-না। নিচের ধাপগুলোতে সে সম্পর্কে করনীয় সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।
NIDW ওয়েবসাইটে NID ফরম নম্বর ভুল দেখালে করনীয়
NID Wing ওয়েবসাইটে রেজিস্টার করার সময় NID ফরম নাম্বার ভুল দেখালে, প্রথমেই দেখবেন যে আপনার এনআইডি ফরম নাম্বারটি সঠিকভাবে লিখেছেন কিনা। তারপর আপনার এনআইডি ফরমের নাম্বারটি ইংরেজি সংখ্যা লিখেছেন কিনা সেটিও দেখে নিবেন।
শুধুমাত্র ফরম নাম্বার ভুল লেখার কারণেই তথ্য ভুল দেখায় না, বরং সঠিক ভাবে ও সঠিক ফরম্যাটে জন্ম তারিখ না লিখলেও এই সমস্যা দেখা যায়।
যদি ফরম নাম্বার সঠিক থাকে এবং ইংরেজি সংখ্যায় লেখা থাকে তাহলে ভিন্ন পদ্ধতিতে চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আপনার এনআইডি ফরম নাম্বার এর পূর্বে NIDFN লেখাটি যুক্ত করে ফরম নাম্বারটি লিখতে হবে।
অর্থাৎ, আপনার ফরম নাম্বার যদি হয়- “141516178”, তাহলে এই সংখ্যার পূর্বে NIDFN লেখাটি যুক্ত করে “NIDFN141516178” -এভাবে লিখে দিবেন। তারপর অন্যান্য তথ্যগুলো পূরণ করে সার্চ করবেন।
যদি পরবর্তী ওয়েব পেজে নিয়ে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো অনলাইনে সাবমিট করা হয়েছে। পরবর্তী পেজে ঠিকানার তথ্য পূরণ করতে বলা হবে।
কিন্তু যদি NIDFN লেখাটি যুক্ত করে ফরম নাম্বার লেখার পরেও আপনার NID Form Number ভুল দেখায়, তাহলে বুঝতে হবে আপনার আইডি কার্ডটি এখনো অনলাইনে সাবমিট করা হয়নি। সেক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করতে পারেন।
কিছুদিন অপেক্ষা করার পর পুনরায় এভাবে একাউন্ট রেজিস্টার করার চেষ্টা করলেই বুঝতে পারবেন আপনার আইডি কার্ডটি হয়েছে কি-না। যদি অনেকদিন পেরিয়ে যাওয়ার পরও আপনার NID ফরম নাম্বার ভুল দেখায়, তাহলে স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করে সমস্যা সমাধান করে নিতে পারবেন।
ভোটার স্লিপ নম্বর ভুল দেখালে করনীয়
NIDW ওয়েবসাইটে এনআইডি নাম্বার বা ভোটার স্লিপ নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার সময় প্রায়ই ফরম নাম্বার ভুল দেখায়। মূলত যাদের ভোটার আইডি কার্ডের তথ্য অনলাইনে সাবমিট হয়নি তাদের এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন এর সময়েই এই সমস্যা হয়।
এক্ষেত্রে প্রাথমিকভাবে সমাধান আপনার ভোটার স্লিপ নম্বরের পূর্বে NIDFN -এই লেখাটি যুক্ত করে স্লিপ নাম্বারটি লিখবেন। তারপর সঠিকভাবে জন্ম তারিখ লিখবেন। সর্বশেষে নিচের ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করে দিবেন।
আরও পড়ুনঃ সৌদি আরবে স্মার্ট কার্ড বিতরন শুরু হয়েছে।
এভাবে সার্চ করলে, অনলাইনে থাকা আপনার এনআইডি কার্ডের জন্য অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন। কিন্তু যদি আইডি কার্ডটি এখনো অনলাইনে সাবমিট করা না থাকে, সেক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করার পরও তথ্য ভুল দেখাবে।
উপরোক্ত পদ্ধতিতে চেষ্টা করার পরও যদি আপনার ফরম নাম্বার বা ভোটার স্লিপ নম্বর ভুল দেখায়, তাহলে কয়েকদিন অপেক্ষা করবেন। অল্প কিছুদিনের মধ্যেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে নির্বাচন কমিশনের 105 নাম্বার থেকে এসএমএস আসবে।
সেই এসএমএসের মাধ্যমে আপনার নতুন আইডি কার্ডের ১০ সংখ্যার NID নাম্বার জানিয়ে দেওয়া হবে। আপনি সেই ভোটার আইডি কার্ডের ১০ সংখ্যার নাম্বারটি দিয়ে এবং জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে NID account রেজিস্টার করে নিতে পারবেন।
অথবা, আপনি চাইলে আপনার ফরম নাম্বারটি দিয়ে ১০৫ নাম্বারে এসএমএস পাঠিয়েও আপনার এনআইডি কার্ডের ১০ ডিজিটের কোডটি জেনে নিতে পারবেন।
আরও পড়ুনঃ ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায়?
শেষকথা
উপরোক্ত আলোচনা থেকে NID ফরম নম্বর ভুল দেখানোর কারণসমূহ ও ভোটার স্লিপ নম্বর ভুল দেখালে করনীয় কী, সে সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। আশাকরি, উপরোক্ত পদ্ধতিতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।