স্মার্ট কার্ড চেক ২০২৪| Smart NID Card Status Check

Smart NID Card Status Check করে অনলাইন থেকে স্মার্ট কার্ড স্ট্যাটাস জেনে নিতে চাইলে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে নিন।

এনআইডি কার্ড তৈরি হওয়ার পর আমরা অনলাইন থেকে সার্ভার ভিত্তিক pdf কপি ডাউনলোড করে ব্যবহার করে থাকি। কিন্তু ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিল। তাই অনেকেই জানতে চাই স্মার্ট কার্ড দেওয়া হবে কিনা এবং বর্তমানে স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা।

মূলত বিভিন্ন সরকারি ও অর্থনৈতিক কারণে স্মার্ট কার্ড সাধারণ মানুষের মাঝে বিতরণ করা বন্ধ রয়েছে। তাই আপনার এনআইডি কার্ডটি তৈরি হলেও সরাসরি মাইক্রো চিপ যুক্ত স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে না। তাই আপনি চাইলে জেনে নিতে পারেন আপনার কার্ডটি তৈরি হয়েছে কিনা এবং বর্তমানে কোথায় আছে। 

অনলাইনে স্মার্ট কার্ডের বর্তমান স্ট্যাটাস জানার জন্য আপনার কাছে শুধু দুটি তথ্য থাকলেই হবে। যথা: (১) NID Number/ Form Number, (২) আইডি কার্ডে দেওয়া জন্ম তারিখ। এ দুটি তথ্য থাকলে কিভাবে স্মার্ট কার্ডের অবস্থা জানতে পারবেন, তা নিচের লেখাগুলো পড়ে জেনে নিন। 

স্মার্ট কার্ডের বর্তমান স্ট্যাটাস

স্মার্ট কার্ড স্ট্যাটাস অনলাইনে জানার জন্য, https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে যান। তারপর ওয়েব পেজের প্রথম ঘরে আপনার NID Number/ Form Number লিখুন। ২য় ঘরটিতে জন্ম তারিখ লিখে, নিচের ঘরের ক্যাপচা পূরণ করে সাবমিট করবেন। তাহলে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা এবং বর্তমানে কি অবস্থায় আছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

অনলাইনে স্মার্ট কার্ড চেক করার সময় এনআইডি নাম্বার দিয়েও চেক করা যায়। আবার ভোটার নিবন্ধনের জন্য আবেদন করার পর প্রাপ্ত স্লিপ থেকে ফরম নাম্বার দিয়েও চেক করা যাবে। এন আইডি নাম্বার দিয়ে চেক করার সময় শুধুমাত্র এন আই ডি নাম্বার লিখলেই হয়। অন্যদিকে, ফরম নাম্বার দিয়ে চেক করার জন্য, ফরম নাম্বারটি লেখার আগে “NIDFN” -এই লেখাটি হুবহু কোন স্পেস ছাড়া যুক্ত করে সাবমিট করতে হবে। 

আরও পড়ুনঃ সৌদি আরবে স্মার্ট কার্ড বিতরন শুরু হয়েছে

নির্বাচন কমিশনের সার্ভারে যদি আপনার এনআইডি কার্ডের কপিটি আপলোড করা থাকে, তাহলে বুঝে নিবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়ে গেছে। এবং হয়তোবা আপনার স্মার্ট কার্ড টি আপনার এলাকার উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষিত আছে। আপনার তাৎক্ষণিকভাবে সেই স্মার্ট কার্ডের প্রয়োজন হলে সরাসরি সেখানে এগিয়ে যোগাযোগ করতে পারেন। 

এক্ষেত্রে আরেকটি বিষয় ভাবার আছে। বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ বন্ধ রয়েছে। তাই হয়তোবা আপনার স্মার্ট কার্ডটি তৈরিই হয়নি। সেক্ষেত্রে উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে আপনাকে Bangladesh Election Commission এর হেড অফিসে যেতে বলা হতে পারে। সেখানে গেলে বিভিন্ন পদক্ষেপ নিয়ে দ্রুতই আপনার স্মার্ট এনআইডি কার্ডটি হাতে নিতে পারবেন।

আরও পড়ুনঃ স্মার্ট কার্ড কিভাবে পাবো ও কখন পাবো জেনে নিন

স্মার্ট কার্ড অনলাইনে চেক করবেন যেভাবে

অনলাইনে স্মার্ট কার্ড যাচাই/অনুসন্ধান করার জন্য, 

  • https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকটিতে প্রবেশ করুন।
  • তারপর ওয়েব পেজের খালি ঘরগুলোতে, ১ম ঘরে ফরম নাম্বার বা এনআইডি নাম্বার লিখবেন।
  • ২য় ঘরে সঠিক জন্ম তারিখ লিখবেন। 
  • এবার ক্যাপচা কোড পূরণ করে সার্চ করবেন 
  • তারপর আপনার স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা যাচাই করে নিতে পারবেন।

আশাকরি, স্মার্ট কার্ডের বর্তমান স্ট্যাটাস অনলাইন থেকে জেনে নেওয়ার বিস্তারিত পদ্ধতিটি সঠিকভাবে জানতে পেরেছেন। এবার নিজেই নিজের স্মার্ট কার্ডের অবস্থা জেনে নিন অনলাইনে চেক করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *